Header Ads

প্রাকৃতিক সৌন্দর্যের লীলা ভূমি জাফলং । The natural beauty of Jaflong


প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি প্রকৃতি কন্যা জাফলং । পাহাড় নদী সবুজ প্রকৃতির সমন্বয়ে এক স্বপ্নীল অনুভূতি।
সিলেট সদর থেকে ৬২ কিলোমিটার দূরে গোয়াইনঘাট উপজেলার পিয়াইন নদীর অববাহিকায় জাফলং এর অবস্থান । ভারতের মেঘালয় রাজ্যের সীমানা ঘেঁষে খাসিয়া-জৈন্তা পাহাড়ের পাদদেশে পাহাড় ও নদীর অপূর্ব সম্মিলনে এলাকা বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে খ্যাত। প্রতিদিন এখানে অনেক পর্যটক আসেন এই সৌন্দর্য উপভোগ করতে । সিলেটের চা বাগান দেখতে দেখতেই ভুলে পথের পাশে লালা খাল।

লালা খাল, সিলেট
লালা খালের অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে যাওয়া যায় জাফলং । পিয়াইন নদীর স্বচ্ছ বুকে সাজানো নানা আকারের নানা রং এর পাথর পর্যটক আকর্ষণ করে।
জাফলংয়ের সৌন্দর্য আলাদা মাত্রা যোগ করেছে খাসিয়া জনগণ ও তাদের জীবনধারা। সীমান্তের ওপারে দাউক নদীর দুই পাহাড়ের ঝুলন্ত সেতু ভিন্নমাত্রা যোগ করে। প্রকৃতি বাদলের সাথে সাথে জাফলং তার রূপ বদলায়। শীতে এক রূপ তো বর্ষায় আরেক রূপ। দিন শেষে জাফলংয়ের সৌন্দর্য পাহাড় নদী ও মেঘের ভিন্ন এক সৌন্দর্য তৈরি করে । আর পর্যটকেরা সেই স্মৃতি নিয়ে ফিরে যার যার নিজের ঠিকানায়।

No comments

Powered by Blogger.