Header Ads

আযানের জবাবের অসীম ফজিলত । The infinite benefit of answering the Azan



নির্ধারিত আরবী বাক্য সমুহের মাধ্যমে নির্ধারিত সময়ে উচ্চ কন্ঠে ছালাতের আহবানকে বলা হয় ‘‘আযান’’। আযান শব্দের অর্থ ঘোষনা ধ্বনি।

নিম্নে আযানের উচ্চারণ ও জবাব বর্ণিত আছেঃ

আল্লাহু আকবার আল্লাহু আকবার (২বার)

উত্তর - আল্লাহু আকবার আল্লাহু আকবার (২বার)

আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ (২বার)

উত্তর - আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ (২বার)

আশহাদু আন্না মুহাম্মাদার রাসুলুল্লাহ (২বার)

উত্তর - আশহাদু আন্না মুহাম্মাদার রাসুলুল্লাহ (২বার)

হাইয়া আলাছ ছালা-হ (২বার)

উত্তর – লা হাওলা ওয়ালা কুওয়াত্তা ইল্লা বিল্লাহ (২বার)

হাইয়া আলাল ফালা-হ

উত্তর – লা হাওলা ওয়ালা কুওয়াত্তা ইল্লা বিল্লাহ (২বার)

আল্লাহু আকবার আল্লাহু আকবার (২বার)

উত্তর - আল্লাহু আকবার আল্লাহু আকবার (২বার)

লা ইলা-হা ইল্লাল্লা-হ

উত্তর - লা ইলা-হা ইল্লাল্লা-হ

ফজরের আযানে – আছছালা-তু খায়রুম মিনান নাউম (২বার)

উত্তর -           আছছালা-তু খায়রুম মিনান নাউম (২বার)

আযানের জবাবের ফজিলতঃ
মুয়াজ্জিনের আযান শুনে যে সমস্ত মুসল্লিগণ সালাত আদায় করতে আসবে সমন্ত সুসল্লিগনের প্রাপ্ত সওয়াবের সম পরিমান সওয়াব মুয়াজ্জিন পাবে আর যে ব্যাক্তি আযানের জবাব দিবেন সে ব্যাক্তি মুয়াজ্জিনের সমপরিমান সওয়াব পাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নেক আমলটি করার তৌফিক দান করুক।

No comments

Powered by Blogger.