হলদে দাঁত এক মিনিটেই ঝকঝকে সাদা করার উপায় । How to white teeth at home yourself
কিভাবে এই হলুদ দাঁত ঝকঝকে সাদা করবেনঃ এর জন্য লাগবে বেকিং সোডা এবং লেবুর রস
হাফ চা চামচ বেকিং সোডার সাথে এক চা চামচ লেবুর রস মিশিয়ে নিন । তারপর এই দুটি মিশ্রন ভালোভাবে মিশিয়ে নিন । মিশ্রনটি মিশে যাওয়ার পর দেখবেন একটি পেস্টের মতো তৈরি হয়েছে । এই পেস্ট এবার ব্রাশের লাগিয়ে এক মিনিট যাবৎ দাঁত মাজতে থাকুন তারপর ঠান্ডা পানি দিয়ে মুখ কুলকুচি করে ফেলুন । দেখবেন আপনার দাঁত মুক্তার মত সাদা চক চক করছে।
এই পেজটি আপনি নিয়মিত ব্যবহার করতে পারবেন না। প্রথম সপ্তাহ তিন দিন অন্তর অন্তর দুইবার ব্যবহার করুন এবং পরবর্তী দুই সপ্তা একবার একবার করে ব্যবহার করুন।
Post a Comment